× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

শিবগঞ্জে মাদকসেবনের দায়ে আওয়ামী লীগ নেতা কারাগারে

বাংলারজমিন

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, রবিবার

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার সহযোগী কানসাট বিশ্বনাথপুর গ্রামের মৃত আলতামাসের ছেলে রিপন আলীকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার রাতে পারকানসাট এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তবে সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা বলে জানা যায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে প্রকাশ্যে মাদকসেবন করছে এমন সংবাদ পেয়ে পারকানসাট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয় রেজাউল ও রিপনকে। পরে ভ্রাম্যমাণ আদালত ২০১৮-এর ৩৬ (১) (১৬) ধারায় রেজাউলকে দেড় বছর ও রিপনকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর