× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাজিল দলে ফিরলেন অ্যালিসন-জেসুস

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২০, রবিবার

আগামী মাসে কাতার বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ রয়েছে ব্রাজিল ফুটবল দলের। ম্যাচ দু’টি সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কোয়াডে ফিরেছেন সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। চোটের কারণে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের শুরুর দুই ম্যাচ মিস করেন অ্যালিসন-জেসুস। এছাড়া পালমেইরাসের ২০ বছর বয়সী রাইটব্যাক গ্যাব্রিয়েল মেনিনো পুনরায় ডাক পেয়েছেন কোচ তিতের দলে। গত সেপেম্বরে প্রথমবার স্কোয়াডে ঢুকেছিলেন মেনিনো। কিন্তু খেলার সুযোগ হয়নি।
ঘরের মাঠে আগামী ১৪ই নভেম্বর ভেনিজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ১৭ই নভেম্বর সেলেসাওরা মুখোমুখি হবে স্বাগতিক উরুগুয়ের।
প্রথম দুই ম্যাচে বড় জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)। ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)। মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কুটিনহো (বার্সেলোনা), আর্তুর মেলো (জুভেন্টাস)। ফরোয়ার্ড: নেইমার জুনিয়র (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর