× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আল-কায়দার অন্যতম শীর্ষ নেতা আল-মাসরি নিহত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) অক্টোবর ২৫, ২০২০, রবিবার, ৫:৩৮ পূর্বাহ্ন

জঙ্গি সংগঠন আল-কায়দার অন্যতম শীর্ষ নেতা আবু মুহসিন আল-মাসরি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত ছিলেন। নিহত আল-মাসরি মিশরের নাগরিক। তিনি আল-কায়দার সেকেন্ড ইন-কমান্ড ছিলেন বলে ধারণা করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর।
খবরে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে অভিযান চালিয়ে হত্যা করা হয় আল-মাসরিকে। এর আগে আফগান সরকার অভিযোগ করেছিল যে, তালেবান এখনো আল-কায়দার সঙ্গে স¤পর্ক বজায় রাখছে। এরপরই ওই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান স¤পর্কে আফগানিস্তানের 'ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটি' বিস্তারিত তথ্য প্রদান করেনি।

মাসরিকে হত্যার পর একটি বিবৃতি দিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আন্দারাবি। রোববার তিনি বলেন, মাসরিকে হত্যার মধ্য দিয়ে তালেবান ও আল-কায়দার মধ্যে স¤পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। এ নিয়ে তিনি একটি টুইট করেন। টুইটে তিনি বলেন, যে সন্ত্রাসী সংগঠনটি আফগানিস্তানের জনগণ ও সরকারের বিরুদ্ধে সক্রিয় তাদের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠতা রয়েছে। তালেবানরা এখনো সন্ত্রাসীদের সঙ্গে স¤পর্ক ধরে রেখেছে অথচ তারা আলোচনায় বসে এ নিয়ে মিথ্যাচার করছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আফগানিস্তানে আল-কায়দাকে প্রতিহত করবে বলে সম্মত হয়েছে তালেবান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর