× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় মৃত্যু ৫৮০০ ছাড়ালো / একদিনে প্রাণ গেল ২৩ জনের

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৫ অক্টোবর ২০২০, রবিবার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৮ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ  পর্যন্ত  মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮০৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৭৫৭টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১০৩টি। এখন পর্যন্ত ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত ১৭ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক শূন্য ১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৪ হাজার ৪৭১ জন এবং নারী ১ হাজার ৩৩২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ বছরের উপরে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৩ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১০৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৩৭ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৭৩ হাজার ১১৩ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৫ হাজার ২১৭ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫৭৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৬৭৩ জন। এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ১০ হাজার ৬১০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ৩৪১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৭৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে ৪৬ হাজার ৬৮৩টি এবং এ পর্যন্ত ফোনকল ২ কোটি ২০ লাখ ৬০ হাজার ৯৯৮টি। উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ এবং করোনা আক্রান্ত রোগী প্রথম মারা যায় ১৮ই মার্চে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর