× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাংলারজমিন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রীজ এলাকার কুমিল্লা-মিরপুর সড়কে সিএনজি চালিত অটোরিক্স ও ব্যাটারী চালিত অটোরিকশা সংঘর্ষের ঘটনায় জহিরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়াও একই দিন বিকেলে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের বেজুরা এলাকায় মমতাজ বেগম (৬০) ও তার ছেলে শাহপরান (৩৫) গুরুতর আহত হয়। নিহত জহিরুল ইসলাম (৬৫) কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনারামপুর গ্রামের মৃত সৈয়দ আলী সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সিএনজি চালক আমির হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর বাসস্ট্যান্ড থেকে ছেরে আসা একটি সিএনজি চালিত অটোরিকশায় করে জহিরুল ইসলাম ও তার স্ত্রীসহ আরো তিনজন যাত্রী কুমিল্লা-মিরপুর সড়কে ব্রাহ্মণপাড়া সদরের উদ্যোশে রওয়ানা করেন। সিএনজি চালিত অটোরিকশাটি চান্দলা টানাব্রীজ এলকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়ে জহিরুল ইসলাম সিএনজি থেকে সড়কে পরে যায়। এসময় পেছন থেকে অন্য আরেকটি ব্যাটারী চালিত অটোরিকশা জহিরুল ইসলামের উপর দিয়ে যায়। এতে জহিরুল ইসলাম মাথায়, বুকে, হাতে এবং পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এসময় সিএনজি চালক ও অন্যান্য যাত্রীরা জহিরুল ইসলামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে।
তার স্বজনরা তাকে কুমেকে নেয়ার পথে সে মারা যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর