× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে হচ্ছে না মিলাদুন্নবীর জুলুস

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৮ অক্টোবর ২০২০, বুধবার

করোনা পরিস্থিতিতে এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত জশনে জুলুসে নেতৃত্ব দিতে পাকিস্তানের ছিরিকোট দরবার থেকে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) আসছেন না। ফলে চট্টগ্রামে এবার হচ্ছে না মিলাদুন্নবী (দ.) জশনে জুলুস। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জশনে জুলুস কর্মসূচির পরিবর্তে এবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে জামেয়া ময়দানে শুধুমাত্র চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার পীর ভাই ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সকাল ৮টা থেকে মাহফিল ও নামাজে জুমা এবং জুমা শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ই রবিউল আউয়াল (২৯শে অক্টোবর) পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেন্দ্রীয় গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে দাওয়াতুল খায়ের কর্মসূচির ধারাবাহিকতায় বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পবিত্র কোরআন ও হাদিস শরীফের আলোকে শীর্ষস্থানীয় আলেমগণ কর্তৃক বিষয়ভিত্তিক আলোচনা এবং রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত হাম্‌দ ও নাতে রাসূল (দ:)-এর কর্মসূচি পালন করা হবে।
এদিকে গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার বলেন, মিলাদুন্নবীর দিন যে জুলুস বের হয় সেটি অর্ধশত বছরের ঐতিহ্য। তাই আমরা প্রতীকীভাবে হলেও বের করতে চাই। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সঙ্গে আলাপ হয়েছে। এছাড়া মাইকে পবিত্র কোরান তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত প্রচার করা হবে।
তবে সরকারি নির্দেশনাকে সম্মান জানিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জশনে জুলুস না করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে নিজ নিজ অবস্থান থেকে মসজিদ, খানকা শরীফ এবং মাদ্রাসাসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খতমে কোরান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে মজুমাহ-এ- সালাওয়াতে রাসূল (দ:) ও খতমে বোখারী শরীফ আদায় করার জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
প্রসঙ্গত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে শুভাগমনের এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণভাবে উদযাপন করতে ৪৮ বছর ধরে জুলুসের (শোভাযাত্রা) আয়োজন করে আসছে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
১৯৭৪ সালে চট্টগ্রামের বলুয়ারদীঘির খানকাহ থেকে মাত্র কয়েক হাজার লোকের অংশগ্রহণে শুরু হয়েছিল জশনে জুলুস। এর প্রবর্তক ছিলেন পাকিস্তানের ছিরিকোর্ট দরবারের আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ। বর্তমানে লাখ লাখ মানুষের অংশগ্রহণে এ জুলুসে নেতৃত্ব দিয়ে আসছেন পাকিস্তানের ছিরিকোর্ট দরবারের সৈয়দ মুহাম্মদ তাহের শাহ, আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ, আল্লাম সৈয়দ মুহাম্মদ হামিদ শাহ প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর