× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

১৭ বছর পর দশঘর ইউপি নির্বাচন কাল

বাংলারজমিন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, বুধবার

১৭ বছর আইনি জটিলতা কাটিয়ে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। রাত পোহালেই সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট উৎসব অনুষ্ঠিত হবে। তিন দলের অংশগ্রহণে সরগরম নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররা। মূল লড়াই হবে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটানিং কর্মকর্তা গোলাম সারোয়ার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ লড়াই হবে ধানের শীষ ও  নৌকার মধ্যে। তারা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ জবেদুর রহমান, বিএনপি’র ধানের শীষের প্রার্থী দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামছু মিয়া লয়লুছ ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন (বিএনপি’র বিদ্রোহী) আনারস প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়া সংরক্ষিত সদস্য প্রার্থী হিসেবে ১১ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৯ জন নির্বাচনে লড়ছেন।
বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) ১০টি ভোটকেন্দ্রে ৪৫টি ভোটকক্ষে ভোট দেবেন এ ইউনিয়নের ১৪ হাজার ১১৮ ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ২৯ ও মহিলা ভোটার ৬ হাজার ৯০৯ জন।
সরজমিন প্রচারণার শেষদিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন পর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এরমধ্যে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনী প্রচারণায় কোমর বেঁধে মাঠে নেমেছেন তিন দলের জেলা ও উপজেলার শীর্ষ নেতারা। নির্বাচনে ৫ প্রার্থী অংশ নিলেও ভোটাররা দলীয় প্রতীককেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা মনে করছেন শেষ লড়াই বিএনপি-আওয়ামী লীগ- প্রতীক ধান ও নৌকার মধ্যে হবে। তবে শেষ হাসি কার এর জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার ভোট গণনা পর্যন্ত।
সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কায় থাকা ধানের শীষের প্রার্থী এমাদ খান বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ঘাঁটি ছিল দশঘর। এখানে সবসময় ধানের শীষ প্রতীকই জয়যুক্ত হয়েছে। এবার সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হবে।
নৌকার প্রার্থী জবেদুর রহমান বলেন, দুর্নীতি আর অনিয়মের মধ্যে দীর্ঘদিন এ ইউনিয়নের মানুষ উন্নয়নবঞ্চিত ছিল। এলাকার উন্নয়নের কথা ভেবে ভোটাররা উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মন্নান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর