× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আলু-পিয়াজের দাম নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ

প্রথম পাতা

সংসদ রিপোর্টার
২৮ অক্টোবর ২০২০, বুধবার

আলু, পিয়াজের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে যাওয়ায় ক্ষুব্ধ সংসদীয় কমিটি। আগে থেকে কেন ব্যবস্থা নেয়া হয় না, একটার আলোচনা শেষ হতে না হতেই আর একটা নিয়ে অস্থিরতা- এসব বিষয় নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ওপর চটেছেন সংসদীয় কমিটির সদস্যরা। তবে মন্ত্রী জানিয়েছেন, আমদানিনির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য তিনি দুই বছর সময় চেয়েছেন। গতকাল সংসদ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানা যায়। তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ-উস সামাদ চৌধুরী, তাহজীব আলম সিদ্দিকী, সেলিম আলতাফ জর্জ এবং সুলতানা নাদিরা অংশ নেন। বৈঠক শেষে সংসদীয় কমিটি জানিয়েছে, এভাবে একটার পর একটা জিনিসের দাম বৃদ্ধি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। পিয়াজের দাম নিয়ে হৈচৈ করতে করতে আলুর দাম বেড়ে গেল।
কিন্তু কেন এটা হচ্ছে? মন্ত্রণালয়গুলো কি করে? তাদের পূর্ব সার্ভে থাকে না? কোন বছর কোন পণ্য কতটুকু উৎপাদন হলো আর কত চাহিদা। এসব নিরূপণ করেই তো আগে থেকে আমদানি করা যায়। এর তো একটা মাস্টার প্ল্যান থাকবে। হঠাৎ করেই দাম বৃদ্ধি কেন? বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, দেশের বাস্তবতায় পিয়াজের উৎপাদন কম। আলুর দাম নিয়ে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। তখন কমিটির সদস্যরা বলেন, সাধারণ মানুষ তো বাস্তবতা শুনবে না। তারা দেখবে লাগামহীন নিত্যপণ্যের বাজার। এটা আগে থেকে কেন প্রস্তুতি নেন না। পরে মন্ত্রী বলেন, আমাদের আমদানিনির্ভরতা কমাতে হবে। সেলফ সাফিশিয়েন্ট হতে হবে। এ জন্য দুই বছর সময় লাগবে। দুই বছরের মধ্যে সব ঠিক হয়ে যাবে। পরে বৈঠকে উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জানান, আমরা বাণিজ্য, কৃষি, খাদ্য, শিল্প ও অর্থ মন্ত্রণালয়কে নিয়ে একটি মন্ত্রণালয় টিম গঠন করেছি। একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে মাস্টার প্ল্যান করবো। সেখানে উৎপাদন বাড়াতে কি কি করতে হবে আর যেটা আমদানি করতে হবে সেটা আগে থেকেই কীভাবে প্ল্যান করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বৈঠকে “কোম্পানি (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২০” পরীক্ষাপূর্বক রিপোর্ট, কোম্পানির ৫ শতাংশ শেয়ারধারীদের কোম্পানির বার্ষিক সাধারণ সভায় আলোচ্যসূচি প্রদানের সুযোগ এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি “কোম্পানি (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২০” সংশোধিত আকারে পাসের লক্ষ্যে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করে। এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আলু ও পিয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কমপক্ষে ৫-৬ মাস পূর্বে কোন কোন পণ্যের চাহিদা কত তা নিরূপণ করে দেশের খুচরা, পাইকারি এবং আমদানিকারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐসব পণ্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে আমদানিপূর্বক মজুত করার উপর গুরুত্বারোপ করা হয়। আগামীতে এধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলা করার জন্য মন্ত্রণালয়গুলো যেমন অর্থ, বাণিজ্য, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবদের সমন্বয়ে বৈঠক করে সমস্যা চিহ্নিতকরণ এবং তা থেকে উত্তরণের পদক্ষেপ নেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। দেশের মানুষের নিজস্ব চাহিদা মেটানোর জন্য উৎপাদন বাড়ানোর উপর কমিটি বিশেষভাবে গুরুত্বারোপ করে। এ ছাড়া, বিগত রমজান মাসের ন্যায় আগামী রমজান মাসেও দ্রব্যমূল্য যাতে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে এখনই ভোক্তা সাধারণের নিত্যপণ্যের চাহিদা পূরণের জন্য (ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর এবং পিয়াজ ইত্যাদি) আগাম  কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।  বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর