বাংলারজমিন
বোয়ালমারীতে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
২০২০-১০-২৯
ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে ইলিয়াস শেখ (২৬) বিভিন্ন সময় ফোনে বিরক্ত করতো। গত সোমবার দুপুরে ওই কিশোরী খালাবাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সাতৈর বাজারে পৌঁছালে ইজিবাইক চালক জহুর শেখ (২৭) সুকৌশলে তার গাড়িতে উঠান। এরপর ইলিয়াস শেখ (২৬), আব্দুল্লাহসহ (২২) তিনজন মিলে পূর্বপরিকল্পিতভাবে কৌশলে কিশোরীকে সাতৈর ইউনিয়নের দিঘীচালা গ্রামের এক বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ওই ঘটনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ওই ঘটনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।