বাংলারজমিন

মহানবী (সা:)কে কটাক্ষের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২০২০-১০-২৯

 ফ্রান্সে মহানবী (সা:)কে নিয়ে কটাক্ষের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ ও মসজিদ সমন্বয় সুন্নি সংগ্রাম পরিষদ। সভায় বক্তব্য বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, সহ-সভাপতি মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা আবু তৈয়ব মুজাহিদী, মুফতি আলমগীর হোসেন সাইফি প্রমূখ। বক্তারা অবিলম্বে মহানবী (স:) অবমাননাকারীদের ফাসির দাবী জানান। তারা ইসলাম বিরোধী ফান্সের সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status