× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আবারো ক্রীড়াঙ্গনে ফিরছে কাস্টমস!

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

টেবিল টেনিসের (টিটি) মাধ্যমে ফের ক্রীড়াঙ্গনে ফিরছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট ক্রীড়া পরিষদ। কেবল কাস্টমসই নয়, টেবিল টেনিসে আসছে পুলিশও। টিটি ফেডারেশনের লীগ কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু বলেন, ‘কাস্টমস ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা টিটিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। আমাদের জন্য এটা ভালো খবর। তাদেরকে স্বাগত জানাই।’ করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিদের্শনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু ডিসিপ্লিনের খেলা শুরু হয়েছে। ডিসেম্বরে বিজয় দিবস টুর্নামেন্টের মাধ্যমে এবার টেবিলে গড়াবে টেবিল টেনিস। ২৬-৩০ ডিসেম্বর পুরুষ ও নারী একক ও দলগতের চারটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে।
অংশ নেয়া খেলোয়াড় ও দলগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে নাম নিবন্ধনের জন্য বলা হয়েছে। অন্যদিকে ১৬ই জানুয়ারি শুরু হবে সিনিয়র বিভাগ, প্রথম বিভাগ ও নারী বিভাগ টিটি লীগের খেলা। ৫ই জানুয়ারির মধ্যে দলগুলোকে নাম নিবন্ধনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। আনু বলেন, ‘সোমবার আমরা লীগ কমিটির সভায় বসেছিলাম। সেখানেই টুর্নামেন্ট ও লীগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ কাস্টমস কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আমরা আবার খেলাধুলায় ফিরতে চাচ্ছি। করোনার আগে এক প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে করোনার পর পরিস্থিতি কিছুটা পাল্টে গেছে। এরপরেও আমরা ছোট ছোট ফেডারেশন যেমন টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ভলিবলের মতো ছোট খেলা দিয়েই পুনরায় ক্রীড়াঙ্গনে আসতে চাই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর