× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

লিভারপুলের জয়ে মাইলফলকে জোতা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

১২৮ বছর আগে ১৮৯২ সালে ল্যাঙ্কাশায়ার লীগে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেছিলেন জক স্মিথ। আর অলরেডদের ১০ হাজারতম গোলটি এলো পর্তুগিজ তারকা দিয়োগো জোতার পা ছুঁয়ে। মঙ্গলবার ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে জোতা ও মোহাম্মদ সালাহর গোলে মিতউইলানকে ২-০ গোলে হারায় লিভারপুল।
নিজেদের এনফিল্ড স্টেডিয়ামে প্রথমার্ধে মিতউইলানের বিপক্ষে লক্ষ্যে একটা শটও নিতে পারেনি লিভারপুল। সবশেষ ২০১৮ সালের অক্টোবরে প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমন অভিজ্ঞতা হয়েছিল দলটির। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলকে এগিয়ে নেন গত দলবদলে অ্যানফিল্ডে আসা দিয়েগো জোতা। আলেকজান্ডার-আরনল্ডের অ্যাসিস্টে মৌসুমে নিজের তৃতীয় গোল করেন তিনি। ৯০তম মিনিটে মোহাম্মদ সালাহ ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল।
স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে সালাহ নিজেই।
টানা দ্বিতীয় জয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। প্রথম ম্যাচে আয়াক্সকে ১-০ গোলে হারিয়েছিল তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালিয়ান ক্লাব আতালান্তা। মঙ্গলবার গ্রুপের অপর ম্যাচে আয়াক্সের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে স্বাগতিক আতালান্তা। দুটি গোলই করেন কলম্বিয়ান তারকা দুভান জাপাতা। ‘সি’ গ্রুপের ম্যাচে ফেরান তোরেস, ইলকাই গন্ডুয়ান ও রাহিম স্টার্লিংয়ের গোলে মার্শেইকে ৩-০ ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। গ্রুপের অপর ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে পরাজিত করে এফসি পোর্তো। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি। সমান তিন পয়েন্ট নিয়ে পোর্তো দ্বিতীয় ও অলিম্পিয়াকোস রয়েছে তিনে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর