বাংলারজমিন

‘বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২৯শে নভেম্বর’

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতনিধি

২০২০-১০-২৯

 রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯শে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। যার নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে। ইতিমধ্যেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এ রেলসেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও  ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষে ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এছাড়াও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডবল রেললাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।  এ সময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status