× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফ্রান্সের পণ্য বর্জন ও সম্পর্ক ছিন্নের আহ্বান / রাজধানীতে ইসলামী দলের বিক্ষোভ

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব জগতের শান্তির দূত রাসুল (সা.) এর অবমাননা মুসলিম উম্মাহ মেনে নিবে না। ফ্রান্সের সকল পণ্য বর্জনের মাধ্যমে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। রাসুলের (সা.) ইজ্জত ও সম্মান রক্ষার্থে ফ্রান্সের সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, এদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস থাকুক এটা জনগণ আর চায় না। হেফাজতের শীর্ষ নেতা আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, ফ্রান্সের বিরুদ্ধে ডাক দিলে সরকার তা’ সামাল দিতে পারবে না।
তাই অবিলম্বে ফ্রান্সের দূতাবাস সরিয়ে দিতে হবে। আমাদেরকে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মুসলমানদের আন্দোলন অব্যাহত থাকবে। পরে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা আলতাফ হোসাইনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, বড় কাটারা মাদ্রাসার মুহতামিম মুফতি সাইফুল ইসলাম মাদানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মহাসচিব মুফতি আব্দুল কাইয়ূম, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আবুল হাসেম, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আশরাফুল হক, অধ্যাপক লোকমান হোসেন, মুফতি নাসির উদ্দিন, মুফতি জিয়াউল হক মজুমদার, মাওলানা আবুল খায়ের কুসুমপুরী, ইসলামী ছাত্র সমাজের সাবেক সভাপতি মাওলানা নূরুজ্জামান, মুফতি এনামুল হক ও মাওলানা ওবায়দুল হক প্রমুখ। এদিকে, গতকাল দুপুরে মোহাম্মদপুর টাউন হল চৌরাস্তায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া। বায়তুল জান্নাত মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা ওমর ফারুকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার প্রিন্সিপ্যাল আল্লামা আবুল কালাম, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার প্রিন্সিপ্যাল মাওলানা ফারুক আহমাদ প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর