× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জেমি-জামালরা এখন ঢাকায়

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩০ অক্টোবর ২০২০, শুক্রবার

নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। গত শুক্রবার জাতীয় দলের অনুশীলন শুরু হলেও ছিলেন না অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ জেমি ডে। ক্যাম্প শুরুর সাত দিনের মাথায় ঢাকায় পা রাখলেন বাংলাদেশ ফুটবল দলের কোচ ও অধিনায়ক। গতকাল সকালে ডেনমার্ক থেকে ঢাকায় আসেন জামাল। দুপুরে লন্ডন থেকে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ও নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিকে সঙ্গে নিয়ে আসেন জেমি ডে। তবে এখনই দলের অনুশীলনে যোগ দিতে পারবেন না তারা। থাকতে হবে চারদিনের কোয়ারেন্টিনে।

গত ১৬ই জুন তৃতীয় দফায় দুই বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব নেন জেমি। লাল-সবুজদের কোচ হিসেবে তৃতীয় বছরের শুরুতে কঠিন প্রতিপক্ষ পাচ্ছেন না এই বৃটিশ কোচ।
আগামী ১৩ ও ১৭ই নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে জামাল ভূঁইয়ারা। জয়-পরাজয় নিয়ে না ভেবে ম্যাচ দুটিকে আগামী বছরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোর প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশকে ৮ ম্যাচ জেতানো জেমি ডে। তিনি বলেন, ‘আগামী বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রীতি ম্যাচে জয়-পরাজয় নিয়ে ভাবছি না। গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সময় পর ছেলেরা মাঠে ফিরেছে। এটাই স্বস্তির। নেপালের বিপক্ষে অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ ঢাকায় পা রেখেছেন চেলসি-টটেনহ্যম-ক্রিস্টাল প্যালেসের মতো দলে ট্রেনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। রানা, সোহেল, জিকু, পাপ্পুদের অবস্থা জানার পরই কাজ শুরু করবেন লেস ক্লিভলি। তিনি বলেন, ‘সবার আগে গোলরক্ষকদের অবস্থা দেখবো। তারপর টেকনিক্যাল সেশন। লম্বা সময় মাঠের বাইরে থাকায় ফ্লেক্সিবিলিটি নিয়েও কাজ করতে হবে।’ গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মামুনুল ইসলাম। জাতীয় দলের হয়ে ৮০টিরও বেশি ম্যাচ খেলা এই অভিজ্ঞ মিডফিল্ডারকে বেশি কথা বলতে হলো অবসর প্রসঙ্গে। তিনি আগেই জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়েই জাতীয় দল থেকে অবসর নেবেন। বিশ্বকাপ বাছাই ২০২১ সালে পিছিয়ে যাওয়ায় নেপালের বিপক্ষেই জাতীয় দলকে বিদায় জানাবেন কী না এমন প্রশ্নে মামুনুল বলেন, ‘অনেকে প্রীতি ম্যাচে অবসরের কথা বললেও আমি চাই প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে বিদায় নিতে। আমি আগে যে ম্যাচের (ভারত) কথা বলেছি সে ম্যাচ খেলেই অবসর নিতে চাই। শারীরিক অবস্থা ভালো থাকলে এবং দল চাইলে সেই ম্যাচে খেলতে চাই।’
২০০৭ সালে মারদেকা কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক মামুনুল ইসলামের। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৮ ট্রফি জেতা এই মিডফিল্ডার ২০১৬ সালে একবার জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। ২০১৬তে ভুটানের বিপক্ষে জাতীয় দলে ডাক না পেয়ে অভিমানে জাতীয় দলকে বিদায় বলেন তিনি। তবে ১৭ দিন পরই নিজের সিদ্ধান্ত বদলান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

লাল-সবুজ জার্সিতে প্রথম অনুশীলনে রোমাঞ্চিত তারিক
জাতীয় দলে খেলার স্বপ্নে ফিনল্যান্ড ছেড়ে এসেছেন বাবার দেশে। নাম লিখিয়েছেন বসুন্ধরা কিংসে। ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা ২০ বছর বয়সী এই ডিফেন্ডার গতকাল প্রথমবার নেমেছিলেন জাতীয় দলের অনুশীলনে। ফিনল্যান্ড থেকে ফিরে দুইদিনের কোয়ারেন্টিনে ছিলেন তিনি। গতকাল করেন হালকা অনুশীলন। পরে বলেন, ‘দারুণ অনুভূতি। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে।’ ফিনল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় বড় হওয়া তারিকের জন্য বাংলাদেশের গরমের সঙ্গে মানিয়ে নেয়াটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জিতে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া এখন জাতীয় দলের অধিনায়ক। আর চ্যালেঞ্জ জিততে সর্বোচ্চ লড়াই করার প্রতিজ্ঞা তারিকের কন্ঠে। তিনি বলেন, ‘ফিনল্যান্ডের সঙ্গে এখানকার আবহাওয়ার বিস্তর ফারাক। ওখানে মাইনাস ২-৩ ডিগ্রি। আর এখানে ৩৫ ডিগ্রি। আর কয়েকটা সেশন অনুশীলন করলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবো। ফুটবল আমার আবেগের জায়গা। আর স্বপ্ন বাংলাদেশ দলে খেলা। সেজন্য যা করার সবই করবো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর