ভারত
ঋতুপর্ণা মিস করছেন বাংলাদেশকেও
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২০-১১-০১
‘মানবজমিন পত্রিকার মাধ্যমে বাংলাদেশের বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানাই।’ সিঙ্গাপুরের ফ্ল্যাট থেকে টেলিফোনে বললেন দুই বাংলার হার্টথ্রব অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লকডাউন শুরু হতেই স্বামী সঞ্জয় চক্রবর্তীর সিঙ্গাপুরের অ্যাপার্টমেন্টে রয়েছেন ঋতুপর্ণা। তথ্যপ্রযুক্তি বিশারদ স্বামী সঞ্জয়, ছেলে অঙ্কন, মেয়ে রিসনাকে নিয়ে চুটিয়ে সংসার করছেন। ইচ্ছামত রান্না করছেন। আবাসনে দুর্গাপূজা আর ফ্ল্যাটে লক্ষ্মী পূজা করলেন প্রাণভরে। রীতিমতো লক্ষীমন্ত্র পাঠ করে ভোগও রেঁধেছেন। পাঁচালি পড়েছেন নিয়মমত। কলকাতাকে মিস করছেন, মিস করছেন বাংলাদেশকেও। বললেন, দুটোই আমার ঘরবাড়ি।
উড়ান নিয়মিত হলেই আবার কাজের জগতে, কলকাতায়। সুযোগ পেলেই একবার ঢাকায় আসতে চান তিনি।
উড়ান নিয়মিত হলেই আবার কাজের জগতে, কলকাতায়। সুযোগ পেলেই একবার ঢাকায় আসতে চান তিনি।