কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বাইডেন ও কমালা হ্যারিসকে শুভেচ্ছা টুইট মমতা বন্দোপাধ্যায়ের
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১১-০৮
আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে শুভেচ্ছা টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাইডেনকে তিনি লেখেন, আশা করা যায় আপনার নেতৃত্বে আমেরিকা - ভারত সম্পর্ক নতুন দিশা পাবে। কমালা হ্যারিসকে তিনি লিখেছেন, প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হয়ে আপনি আমাদের গর্বিত করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাইডেনকে শুভেচ্ছা বার্তায় বলেছেন, ভাইস প্রেসিডেন্ট থাকার সময় আপনি নিরন্তর চেষ্টা করে গেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার। আমরা আশা করি, সেই চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখযোগ্য, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক খুব নিবিড় ছিল। ট্রাম্পের উদ্যোগেই মোদি আমেরিকায় হাউডি মোদি অনুষ্ঠান করেন। পাল্টা মোদির উদ্যোগে ট্রাম্প গুজরাটে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানটি করেন।