কলকাতা কথকতা
কলকাতা কথকতা
একই পরিবারের পাঁচজনের মৃত্যু, পুলিশের অনুমান খুন
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১১-০৮
রাজ্য পুলিশের সদর দপ্তরে খবরটি আসতেই চমকে যান সকলে। একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে রোববার। নিহতদের মধ্যে একজন পুরুষ, দুই মহিলা ও দুই শিশু আছে। জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার জামালপুর গ্রামের। পুলিশের অনুমান পাঁচজনকেই খুন করা হয়েছে। ভাড়াটে খুনির সাহায্য নেয়ার কথা পুলিশ উড়িয়ে দিচ্ছে না। দেহগুলো পোস্টমর্টেমের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে মোটিভ খোঁজার চেষ্টা করছে। পরিবারটির সঙ্গে কারও শত্রুতার সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে রাজ্য পুলিশের কর্তাটি জানান।