কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায় জটিল অপারেশন বুধবার

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-১১-০৯

যে গলা দিয়ে উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে কিংবা নাটক অথবা সিনেমার ডায়ালগ বলে বাঙালিকে আবিষ্ট রেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়,  সেই গলায় তাঁর জটিল অপারেশন হতে চলেছে বুধবার৷ অপেরেশনটির পোশাকি নাম,  ট্রাকিওস্টোমি৷ বেলভিউ ক্লিনিকের পক্ষে ডাঃ অরিন্দম কর যদিও বলেছেন, সপ্তাহের প্রথমার্ধে অপারেশন হবে৷ কিন্তু,  বিশেষ সূত্রে জানা গেছে পঁচাশি বছরের কিংবদন্তী অভিনেতার শ্বাসযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক করতে এই অপারেশন হবে বুধবার৷ হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে সৌমিত্র বাবুর পরিবারের অনুমতিও পেয়ে গেছে৷ তবে, ডাঃ কর জানান,  সৌমিত্র বাবুর প্লাসমাফেরোসিস করা নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি৷ আরও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে৷ তবে,  সৌমিত্র চট্টোপাধ্যায় এর সংজ্ঞা এখনো ফেরেনি৷ তিনি লড়াই চালাচ্ছেন বলে জানান ডাঃ কর৷ উল্লেখ্য,  চৌত্রিশ দিন আগে করোনা পজিটিভ হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র৷ এখন করোনা মুক্ত হলেও অন্যান্য রোগে আক্রান্ত ফেলুদা ৷
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status