কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাংলায় বিধানসভা ভোটের বল গড়ালো

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা থেকে

২০২০-১১-০৯

বিহার নির্বাচনের ফলের আগের দিন বাংলায় বিধানসভা নির্বাচনের বলটি গড়াতে আরম্ভ করলো। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে এক সর্ব দল বৈঠকে কমিশন জানিয়ে দিল নভেম্বরের শেষে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে। ডিসেম্বরের মধ্যে হবে ভোটার  তালিকা সংশোধনের কাজ। এর মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।  ফেব্রয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে এপ্রিলের শেষ দিকে কিংবা মে মাসে  ভোট হবে।  একুশ মে’র মধ্যে নতুন মন্ত্রীসভাকে যেহেতু শপথ নিতে হবে, তাই  এপ্রিলেই ভোট শুরু হতে পারে। কোভিড পরিস্থিতি বিবেচনা করে ভোট এর দফা বাড়তে পারে। বুথের সংখ্যা বাড়বে।  বুথ প্রতি ভোটার সংখ্যা কমানো হতে পারে। বিজেপির জয়প্রকাশ মজুমদার স্বচ্ছ ভোটার তালিকার ওপর জোর দেন।  অন্য রাজনৈতিক দলগুলি তাকে সমর্থন করে।  তিনি বুথ অফিসার নিয়েও প্রশ্ন তোলেন।  এই প্রশ্নে তৃণমূল কংগ্রেস এর পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে তার হার্দিক বাক্য বিনিময়ও হয়।  মোটের  ওপর নির্বাচনের আগে প্রথম সর্বদল বৈঠকটি ছিল শান্তিপূর্ণ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status