কলকাতা কথকতা
কলকাতা কথকতা
সফল সৌমিত্র চট্টোপাধ্যায় এর ট্রাকিওস্টোমি, বৃহস্পতিবার প্লাসমফেরোসিস
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১১-১১
কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর শ্বাসযন্ত্রে ট্রাকিওস্টোমি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বেলভিউ ক্লিনিকের পক্ষে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান চিকিৎসক দলের প্রধান ডা. অরিন্দম কর। তিনি জানান, বেলভিউয়ের সিনিয়র ইএনটি সার্জন ডা. দীপঙ্কর দত্ত প্রচুর প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে অপারেশন করেছেন। বৃহস্পতিবারই সৌমিত্র বাবুর প্লাসমাফেরোসিসের প্রথম পর্যায় হবে বলে জানান ডা. কর। তিনি বলেন, এর ফলে সৌমিত্র চট্টোপাধ্যায় কিছুটা চেতনা ফিরে পাবেন বলে তাঁরা আশা করছেন। ৩০ দিনের বেশি সময় হয়ে গেল সৌমিত্র চট্টোপাধ্যায় ভেন্টিলেশনে আছেন। অপারেশন করতে তাঁকে ভেন্টিলেশন থেকে কিছু সময়ের জন্যে বের করে আবারও ভেন্টিলেশন এ পাঠানো হয় বলে ডাঃ কর জানান।