কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কলকাতা- ঢাকা এয়ার বাবল উড়ানের উদ্বোধনে সাকিব আল হাসান

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০২০-১১-১২

আই সি সি তাঁকে বারোমাসের নির্বাসনে পাঠাতে পারে, কিন্তু তাতে এতটুকু জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বাংলাদেশের মত ভারতেও তিনি সমান জনপ্রিয়। তাই, ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম এয়ার বাবল বা জৈব সুরক্ষা সমন্বিত উড়ানের উদ্বোধনের আমন্ত্রণ পেলেন সাকিব। এয়ার বাবল সমন্বিত বিমানে তিনি ঢাকা থেকে উড়ে আসবেন কলকাতায়। সাকিব ঢাকার ভারতীয় হাইকমিশন এ গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সই সাবুদও করে দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও চেয়েছিলেন বিমান কর্তৃপক্ষ, কিন্তু সৌরভের ব্যাস্ততার কারণে তা  সম্ভব হচ্ছে না। সাকিব জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি অভিভূত। উল্লেখ্য, ভারত - বাংলাদেশ উড়ান কিছুদিন আগে শুরু হয়েই বন্ধ হয়ে যায়। এয়ার বাবল ব্যাবস্থায় তা আবার চালু হবে। পাঁচটি ভারতীয় বিমান সংস্থা, এয়ার ইন্ডিয়া,  ইন্ডিগো, গো এয়ার, ভিসতারা ও স্পাইসজেট নিয়মিত ঢাকা - কলকাতা - দিল্লি বিমান চালাতে রাজি হয়েছে।            
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status