কলকাতা কথকতা
কলকাতা কথকতা
সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আশংকাজনক (অডিও)
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২০-১১-১৩
কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় হঠাৎ আশংকাজনক। গত আটচল্লিশ ঘন্টায় তাঁর অবস্থার দ্রুত অবনতি হয়েছে। এমনই সেই অবনতি যে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদিক সম্মেলনে এসে চিকিৎিসক দলের প্রধান ডাঃ অরিন্দম কর বললেন, তাঁরাও মিরাকেল এর আশা করছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় এর হার্ট, লাংস, কিডনি যথাযথ কাজ করছে না। অক্সিজেন এর পরিমাণও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি অতি সঙ্কটজনক। হতাশকণ্ঠে ডাঃ কর বলেন, চিকিৎসকরা সবরকম চেষ্টা করছেন, কিন্তু দেখে মনে হচ্ছে চিকিৎসকদের চেষ্টাও যথেষ্ট নয়। তিনি বলেন, আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি আরও সঙ্কটজনক হতে পারে। তিনি সবাইকে অনুরোধ করেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এর জন্যে প্রার্থনা করতে।