× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কালো মুরগির চাষ করবেন ধোনি, কিনছেন দু হাজার করোকনাথ

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) নভেম্বর ১৪, ২০২০, শনিবার, ৮:০৯ পূর্বাহ্ন

রাঁচির ফার্মহাউস এ তাঁকে ট্র্যাক্টর চালিয়ে জৈব চাষ করতে দেখা গেছে।  ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এবার ওই ফার্মহাউস এ  মুরগি চাষ করবেন। দীপাবলির দিন তিনি এই ঘোষণা করেছেন। পোল্ট্রি ফার্ম গড়ে তুলছেন ধোনি।  দুহাজার করোকনাথ মুরগির অর্ডার দেয়া হয়েছে মধ্যপ্রদেশের খা-োয়া জেলার ঝাবুয়ায়। এই ঝাবুয়ার করোকনাথ মুরগির ভারতজোড়া নাম। মুরগির রং কালো,  হাড়ও কালো রঙের। এমনকি রক্তের রং ও কালো। এই মুরগির মাংস অত্যন্ত উপাদেয়। কোলেস্টরেল ও ফ্যাট ফ্রি।
ধোনি এই মুরগির প্রতিপালন করবেন ও তা তাঁর ফার্ম থেকে বিক্রি হবে। পনেরো ডিসেম্বর দুহাজার করোকনাথ আলো করে আসবে ক্যাপ্টেন কূল এর ফার্মহাউস এ।  তারপর শুরু ধোনির নতুন ইনিংস।       
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর