ভারত

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়ানে মোদির শোকবার্তা, নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

২০২০-১১-১৫

সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রয়ানে শুধু বাংলা নয়,  ভারতীয় চলচিত্রের এক গভীর ক্ষতি হল।  তিনি শেষদিন পর্যন্ত সক্রিয় ছিলেন। এই শূন্যস্থান পূর্ণ হওয়ার নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবাদপ্রতিম অভিনেতার মৃত্যর খবরে এভাবেই শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।  তিনি বলেছেন,  সংস্কৃতি জগতের এক ইন্দ্রপতন ঘটলো।  আরও বহু মানুষ শোক জানিয়েছেন এই কিংবদন্তী অভিনেতার প্রয়ানে। তাদের মধ্যে আছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বি সি সি আই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়,  দাদাগিরির সেট এ সৌমিত্র চট্টোপাধ্যায় এর একটি ছবি দিয়ে সৌরভ লিখেছেন,  আমাকে স্নেহ করতেন,  এবার চলা শেষ  হল।  শান্তিতে ঘুমান।  সৌরভকে খুব পছন্দ করতেন সৌমিত্র।  বলতেন,  বাঙালির মুখ উজ্জ্বল করেছে সৌরভ।  যদিও তাঁর পছন্দের ক্রিকেটার ছিলেন গারফিল্ড সোবার্স।  অভিন্নহৃদয় বন্ধু পি কে ব্যানার্জির  টানে ফুটবল মাঠে  যেতেন। পি কে যে দলের কোচ হতেন সেই দলকে সমর্থন করতেন। রবিবার অপরাহ্নে রবীন্দ্র সদনে মানুষের ঢলের  পর রাষ্ট্রীয় মর্যাদায় কামানবাহী  শকট এ সৌমিত্রের দেহ যায় কেওড়াতলা মহাস্মশানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পুরো বিষয়টির তদারকি করেন। গোধূলি আলোয় একুশ তোপধ্বনির মাধ্যমে শেষ কুর্নিশ জানান হয় সত্যজিৎ রায়ের ফেলুদাকে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status