শিক্ষাঙ্গন
মাধ্যমিকে ভর্তি পদ্ধতিতে দুই প্রস্তাব
স্টাফ রিপোর্টার
২০২০-১১-১৬
করোনাকালে মাধ্যমিকে ভর্তির দুটি উপায়ের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথমটি হলো, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা। দ্বিতীয়টি, ৯ দিনে ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া। আর এই পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
মাউশির উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এখন শিক্ষা মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে ভর্তির কাজটি হবে।
মাউশির উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। এখন শিক্ষা মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে ভর্তির কাজটি হবে।