× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিবাহ বহির্ভূত সম্পর্ক: জাপানের শিল্পী কোন্দো বরখাস্ত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) নভেম্বর ১৯, ২০২০, বৃহস্পতিবার, ৪:০২ পূর্বাহ্ন

বিবাহ বহির্ভূত প্রেমের কারণে এজেন্সি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জাপানের সুপরিচিত গায়ক মাসাহিকো কোন্দো’কে। এমন সম্পর্কের কথা স্বীকার করার পর জনি এন্ড এসোসিয়েট বলেছে, তার অভাবনীয় আচরণের কারণে কঠোর শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে তাকে সব রকম কাজে নিষিদ্ধ করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, জাপানে বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে নানা রকম সেন্সরের মধ্য দিয়ে যেতে হয়। কঠোর শাস্তি পেতে হয়। মাসাহিকো কোন্দো’র এমন সম্পর্কের খবর প্রথম প্রকাশ করে একটি গসিপ ধরনের ম্যাগাজিন। কোন্দো’র এজেন্সির নাম জনি এন্ড এসোসিয়েটস। এটি জাপানের সবচেয়ে শক্তিশালী ও মেধার অধিকারী এজেন্সিগুলোর অন্যতম।
উল্লেখ্য, কোন্দো ১৯৮০র দশকে ছিলেন জে-পপ আইডল। তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ক্ষমা চেয়েছেন এবং একজন ভাল মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর