× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টপ নিউজ /অনুদানের সিনেমায় জুঁই

বিনোদন

স্টাফ রিপোর্টার
২১ নভেম্বর ২০২০, শনিবার

ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন। এবার ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’- সিনেমায় অভিনয় করছেন তিনি। এটিই জুঁইয়ের প্রথম অনুদানের সিনেমা। সাধনা আহমেদের রচনায় সিনেমাটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। প্রথমবারের মতো কোনো অনুদানের সিনেমায় অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত জুঁই। বলেন, সত্যি আমি খুব এক্সাইটেড। প্রথমবারের মতো অনুদানের সিনেমায় কাজ করছি।
খুব ভালো লাগছে। অনুভূতি অন্যরকম। ‘গাঙকুমারী’তে জুঁই কোন্‌ চরিত্রে অভিনয় করছেন জানতে চাইলে তিনি বলেন, এতে একটি জেলে পরিবারের বৌয়ের চরিত্রে অভিনয় করছি আমি। চরিত্রটির নাম লক্ষ্মী রানী। একটা পরিপূর্ণ সিনেমা বানাতে যেই আয়োজন করা হয় সবকিছুই করা হয়েছে বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। পরিচালক সূত্রে জানা গেছে, ভাটি অঞ্চলের জেলে জীবন নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। ১৫ই নভেম্বর থেকে সুনামগঞ্জের হাসাউড়া এলাকায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। ২২শে নভেম্বর পর্যন্ত প্রথম লটের কাজ চলবে। জুঁই ছাড়া এই সিনেমায় আরো দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে তারিক আনাম খান ও মোশাররফ করিম অভিনয় করছেন। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ সিনেমায় অভিনয় করেন জুঁই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর