× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চার গোল করতে ‘গোল্ডেন বয়ে’র লাগল ৩২ মিনিট

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২০, রবিবার

‘গোল্ডেন বয়’ খেতাব জেতার একদিন পরই করলেন চার গোল। উপাধিটা যে এমনি এমনি তাকে দেয়া হয়নি সেটা বোঝাতে সময় নিলেন না। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দের চার গোলে হার্থা বার্লিনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

হার্থা বার্লিনের মাঠে ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় ডর্টমুন্ড। বিরতির পর জ্বলে উঠলেন হালান্দ। ২০ বছর বয়সী এই স্ট্রাইকার ৪৭ থেকে ৭৯তম মিনিট পর্যন্ত করলেন টানা ৪ গোল। মাঝে ৭০ মিনিটে এক গোল করেন রাফায়েল গুয়েরেরো। চার গোল করার পরই মাঠ থেকে উঠে যান হালান্দ। তার বদলি হিসেবে মাঠে নামেন আরেক বিস্ময় বালক ইউসুফা মউকুকো।
ডর্টমুন্ডের যুব দলের হয়ে ৮৮ ম্যাচে ১৪১ গোল করা ইউসুফার অভিষেক হয়েছে এই ম্যাচে। ১৬ বছর একদিন বয়সে মাঠে নেমেছেন গড়েছেন রেকর্ড। বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ড গড়ার পথে ইউসুফা পেছনে ফেলেছেন নুরি শাহীনকে। ডর্টমুন্ডের জার্সিতে ১৬ বছর ১১ মাস ১ দিন বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয়েছিল শাহীনের।

ইতালির সংবাদমাধ্যম ‘তুত্তো স্পোর্টস’ প্রতিবছর ইউরোপের শীর্ষ লীগে খেলা ২১ বছরের নীচের ফুটবলারদের গোল্ডেন বয় পুরস্কার দিয়ে থাকে। আনসু ফাতি, জাডোন সানচোদের পেছনে ফেলে এবছর গোল্ডেন বয় পুরস্কার জিতে নেন হালান্দ। ‘গোল্ডেন বয়’ তিনি ছিলেন আগে থেকেই। গত জানুয়ারিতে বরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখানোর আগে থেকেই একের পর এক গোল করতে থাকেন। অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালজবুর্গ ও জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে গত মৌসুমে করেন ৪৪ গোল।

দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছেন চলমান মৌসুমেও। ১২ ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন ১৫ গোল! জার্মান বুন্দেসলিগায় ৮ ম্যাচে ১০ গোল তার। ১১ গোল নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কির।

বুন্দেসলিগায় অভিষেকের পর ২২ ম্যাচে ২৩ গোল করলেন হালান্দ। শুরুর ২২ ম্যাচে হালান্দের চেয়ে বেশি গোল করার রেকর্ডটা লেভানদোস্কির।

বরুশিয়া ডর্টমুন্ডের জয়ের রাতে ভের্ডার ব্রেমেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাভারিয়ানরা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ডর্টমুন্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর