× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লিভারপুলের রেকর্ড গড়া এবার থামাতে পারল না লেস্টার

খেলা

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, সোমবার

চোট ও করোনা জর্জর লিভারপুল খেলল কার্যকর ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার রাতে অলরেডরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটিকে। এ জয়ে দারুণ রেকর্ড গড়েছে লিভারপুল। ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। এর আগে ১৯৮১ সালে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটেছিল লেস্টারের কাছে হেরে। দলটির সামনে এবারো সুযোগ ছিল লিভারপুলের রেকর্ড আটকে দেয়ার। সে সুযোগ দেয়নি ইয়ুর্গেন ক্লপের দল।

আগে থেকেই মাঠের বাইরে ভার্জিল ভ্যান ডাইক। এই ম্যাচে ছিলেন না অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মোহামেদ সালাহ ও জো গোমেজ।
প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্যদের অভাব বুঝতে দেননি অন্যরা। প্রথম ১৫ মিনিটে তিনটি গোলের সুযোগ হাতছাড়া করা লিভারপুল এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ২১তম মিনিটে কর্ণার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন লেস্টার ডিফেন্ডার জনি ইভান্স। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিয়োগো জোতা। এ গোলে দারুণ এক রেকর্ড নিজের করে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। লিভারপুলের প্রথম ফুটবলার হিসেবে ঘরের মাঠে অভিষেকের পর খেলা চার ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি। চলতি মৌসুমের শুরুতে ৪১ মিলিয়ন পাউন্ডে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে আসার পর ১২ ম্যাচে করলেন ৮ গোল।

বিরতির আগে দুটি নিশ্চিত গোল বাঁচানোর পর দ্বিতীয়ার্ধেও জোড়া সেভ করে ব্যবধান বাড়াতে দেননি লেস্টার গোলরক্ষক কাসপের স্মাইকেল। ৮৬ মিনিটে দলের গোল হজম ঠেকাতে পারেননি তিনি। রবার্তো ফিরমিনোর গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।

৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার। ১৮ পয়েন্ট নিয়ে চেলসি তিনে ও লেস্টার চারে আছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর