বাংলারজমিন

কুমিল্লা সদরের ১৩২ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি পদে নারী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২০২০-১১-২৪

কুমিল্লায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় নারী নেতৃত্বের এক অনন্য উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছে। কুমিল্লা-৬ সংসদীয় আসন এলাকার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে স্থানীয় শিক্ষানুরাগী ও বিদ্যুৎসাহী নারীদের নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ৪টি বিদ্যালয়ে সভাপতি এবং ১২৮টি বিদ্যালয়ে সহ-সভাপতি পদে নারীদের নির্বাচিত করা হয়। সোমবার দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে নবগঠিত এসব কমিটির সভাপতি, সহ-সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন। আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মজুমদার, বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহ-সভাপতিগণ। সভায় বক্তারা বলেন, কুমিল্লা সদর আসনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা কমিটিতে নারী নেতৃত্বের সফল বাস্তবায়ন হয়েছে। এ সংসদীয় আসনের সবকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি ও সহ-সভাপতির পদে নারীদের এমন অন্তর্ভূক্তি সারা দেশের মধ্যে একটি অনন্য উদাহরণ বলেও তারা উল্লেখ করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status