ঢাকা, ১৫ জানুয়ারি ২০২১, শুক্রবার
সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় তুলার দোকানে আগুন
বাংলারজমিন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া জোড়বট ১নং ওয়ার্ডে সোমবার সকালে অকটেন দিয়ে তুলার দোকানে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. একলাস উদ্দীন বাদী হয়ে একই পরিবারের ৪ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানা যায়, গতকাল সকাল সাড়ে ৫টার সময় রাসেল, সোহেল, রুবেল ও আবুল বশর দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। বিগত ৪ বছর আগে একই এলাকার তুলা ব্যবসায়ী একলাস উদ্দীন কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তার ধারাবাহিকতায় চাঁদা না দেয়ায় গতকাল সকালে রাসেলের নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তুলের দোকানে অকটেন দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।