× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রস্তাবিত ড্যাপ কার্যকর হলে রাজধানীতে দুর্ভোগ আরো বাড়বে: স্থপতি ইনস্টিটিউট

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২০, বুধবার

ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার খসড়ার (২০১৬-২০৩৫) নানা অসঙ্গতি তুলে ধরে এবং কার্যকর ড্যাপ বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের স্থপতিরা। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলন তারা এ পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, খসড়া দলিলটিতে অনেক বিভ্রান্তিকর তথ্য এসেছে যা ঢাকার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দ্রুত নগরায়ন, জলবায়ুু পরিবর্তন ও প্রযুক্তিগত রূপান্তরের কারণে ভবিষ্যতের ঢাকা হওয়া উচিত মহিলা, শিশু ও ভিন্নভাবে সক্ষমদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শহর। সকল আয়ের মানুষকে সমান অধিকার এবং সুবিধা দেয়া উচিত। জলবায়ু পরিবর্তন এবং মহামারি মোকাবিলার জন্য একটি অভিযোজিত এবং স্থিতিস্থাপক শহর। উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য স্বাস্থ্যসম্মত প্রজন্ম তৈরির জন্য ঢাকা একটি স্বাস্থ্যকর শহর হওয়া উচিত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ বলেন, প্রস্তাবিত ড্যাপে অনেক অসঙ্গতি।
এসব অসঙ্গতির কথা আমরা এলজিআরডি মন্ত্রীকে জানিয়েছি। তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বলেছেন, এ বিষয়ে আমাদের প্রস্তাবনাগুলো যুক্ত করবেন।    

স্থপতি কাজী গোলাম নাসির বলেন, ঢাকা মহানগরীর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮-এর আবাসিক ভবনের পার্কিংয়ের বাধ্যবাধকতা উঠিয়ে দেয়ার প্রস্তাব করা হয়েছে। ফলে ভবিষ্যতে সড়কের ওপর গাড়ি পার্কিংয়ের মাধ্যমে সড়ক অবকাঠামো বা সড়ক গণপরিসর সংকোচনের সম্ভাবনা তৈরি হবে। এটা তো হতে পারে না।

স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়িত হলে অচল হবে ঢাকা। তাই ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার খসড়ার প্রস্তাবনাগুলো থেকে অনেক প্রস্তাবনা বাদ দিতে হবে। নতুন করে ভাবতে হবে। যেসব আমাদের পরিবেশ ও জলাশয়ের ক্ষতি করবে তা যেন কার্যকর করা না হয়।
একটা নগরীকে তিলে তিলে কীভাবে আমরা ধ্বংস করে ফেলছি। জলাশয় বন্ধ করে হাইরাইজ করছি। তিনি বলেন, হাইরাইজ করতে নিষেধ করবো না। তবে অবশ্যই তা প্রকৃতি নষ্ট করে নয়।
নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন স্থপতি আবু সাইদ এম আহমেদ, সহ-সভাপতি স্থপতি এহসান খান, স্থপতি ইশতিয়াক জহির, স্থপতি ফরিদা নিলুফার, স্থপতি মেরিনা তাবাস্‌সুম প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর