× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশিষ্ট কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেলের জীবনাবসান

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) নভেম্বর ২৫, ২০২০, বুধবার, ১০:০৪ পূর্বাহ্ন

তিনি ছিলেন সোনিয়া গান্ধীর অন্যতম প্রধান পরামর্শদাতা, রাজ্যসভায় গুজরাটের সাংসদ। একাত্তর বছর বয়সে বুধবার ভোররাতে প্রয়াত হলেন আহমেদ প্যাটেল।  একসময় কংগ্রেসের কোষাধ্যক্ষের ভূমিকাও পালন করেছেন।  কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার হিসেবেই তিনি চিহ্নিত ছিলেন।  ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যে যুবকটি কংগ্রেসের পতাকা তুলে নিয়েছিলেন, শত দুর্দিনেও তিনি নেহেরু-গান্ধী পরিবারের বৃত্ত থেকে বের হননি। কোভিড আক্রান্ত হয়ে পয়লা অক্টোবর তিনি গুরগাওঁ এর মেদান্ত হাসপাতালে ভর্তি হন। নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর ছেলে ফায়জাল বুধবার ভোরে টুইট করে জানান, মাল্টিঅর্গান বিকল হওয়ায় আহমেদ প্যাটেল ভোর সাড়ে তিনটায় চির শান্তির দেশে চলে গেছেন।  তাঁর প্রয়ানের সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন,  ভারতীয় রাজনীতির প্রভূত ক্ষতি হল।  কংগ্রেস হারালো এক বিশ্বস্ত সেনানীকে।  সোনিয়া গান্ধী জানিয়েছেন,  যেন পরিবারের একজনই চলে গেল।  রাহুল গান্ধী,  প্রিয়াঙ্কা গান্ধী,  রণদীপ সিং সূর্যেওয়ালা গভীর শোক প্রকাশ করেছেন।  বুধবারই সমাহিত করা হবে আহমেদ প্যাটেলকে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর