× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

চার মাস পর অভিভাবক পেল আইসিসি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, বুধবার

শশাঙ্ক মনোহর আইসিসি প্রধানের দায়িত্ব ছেড়েছিলেন গত ৩০শে জুন। এতদিন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান দিয়েই কাজ চালিয়ে আসা আইসিসি অবশেষে পেল নির্বাচিত চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রেগ বারক্লে।

দুই দফায় ভোটাভুটি চলার পর ১১-৫ ভোটে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক। আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বারক্লে’কে ছাড়তে হবে নিউজিল্যান্ড ক্রিকেটের দায়িত্ব।

২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। চার বছরেরও বেশি দায়িত্বে ছিলেন তিনি। মনোহরের পর দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হলেন বারক্লে।

পেশায় আইনজীবী হলেও ক্রিকেটের সঙ্গে বারক্লে’র পথচলা ২০১২ সাল থেকে। সেসময় তিনি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালকও ছিলেন তিনি।
শেষ ছয় বছর বারক্লে ছিলেন আইসিসির পরিচালক পদেও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর