ঢাকা, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার
'প্রত্যেকের বিশ্বাস-অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সক্রিয়তার লক্ষ্য'
অনলাইন
তারিক চয়ন
(১ মাস আগে) নভেম্বর ২৫, ২০২০, বুধবার, ২:১১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, “বাংলাদেশে আমাদের সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা।”
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একথা জানায়।
দূতাবাসের অফিসিয়াল টুইটার এবং ফেসবুক পেইজ সূত্রে জানা গেছে, গতকাল রাষ্ট্রদূত মিলার করোনা মহামারীকালে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ে আলোচনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় সহযোগিতামূলক প্রচেষ্টা ত্বরান্বিত করতে ধর্মীয় ও সুশীল সামাজিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
গতকাল রাষ্ট্রদূত মিলার তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করে বলেন, "আজ আমি ধর্মীয় ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে আনন্দিত। বাংলাদেশে আমাদের সক্রিয়তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক ব্যক্তির বিশ্বাস বা অবিশ্বাসের স্বাধীনতার অধিকার উৎসাহিত করা।"
বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা উৎসাহিতকরণ ও সুরক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে দূতাবাস উল্লেখ করে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Shobuj Chowdhury
২৫ নভেম্বর ২০২০, বুধবার, ৮:৪৯What about democracy, rule of law, and right to eat beef?