× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বড় জয়ে শেষ ষোলোতে বার্সা

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার

গত শনিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারে বার্সেলোনা। সেই ম্যাচের দল থেকে সাত জনকে বাদ দিয়ে একাদশ সাজালেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। অধিনায়ক লিওনেল মেসিও ছিলেন বিশ্রামে। আর দ্বিতীয় সারির বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিলো দিনামো কিয়েভকে। বড় জয়ে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিটও নিশ্চিত হয় কাতালানদের। লা লিগায় বিবর্ণ পারফরমেন্সে নেমে গেছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে। দলটির কোচ রোনাল্ড কোম্যান জানালেন ক্লাবের ভাবমূর্তি রক্ষায় সবকিছুই করবেন তিনি, ‘চ্যাম্পিয়ন লীগের নক আউট পর্ব নিশ্চিত করা অবশ্যই ইতিবাচক। আমাদের লক্ষ্য ছিল জিতেই পরের রাউন্ডে ওঠা।
আমি দলের পারফরমেন্সে খুশি। এভাবেই আমরা ক্লাবের ভাবমূর্তি ফেরানোর লড়াই চালিয়ে যাবো। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে দলের তরুণ ফুটবলাররা মুখিয়ে আছে।’ ঘরের মাঠে দিনামোর রক্ষণাত্মক খেলায় প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। প্রথম দেখায় ২-১ গোলে জয় পাওয়া বার্সেলোনা লিড নেয় ৫২তম মিনিটে। বার্সেলোনার জার্সিতে করা সার্জিনো দেস্ত’র প্রথম গোলে এগিয়ে যায় সফরকারীরা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। চলতি মৌসুমে প্রথম গোল করলেন এই ডেনিশ ফরোয়ার্ড। ৭০ মিনিটে সফল স্পটকিকে জোড়া গোল পূরণ করেন ব্রাথওয়েট। ম্যাচের শেষ দিকে গোল করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন গ্রিজম্যান। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। গ্রুপের অপর দুই দল দিনামো কিয়েভ ও ফেরেন্সভারোসের পয়েন্ট ১।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর