অনলাইন ডেস্ক (১ মাস আগে) নভেম্বর ২৬, ২০২০, বৃহস্পতিবার, ১২:৩৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যুগে যুগে তাঁর ক্রীড়ানৈপুণ্য ভবিষ্যৎ ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Mohammed Abdul Momen
২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৬:০৭
মনেপড়ে সেই ১৯৮২ সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আমি ও আমার বন্ধুদের পছন্দের হয়ে যায় ডিয়েগো ম্যারাডোনা-তখন আমরা ছিলাম দুবাই-সাদাকালো টিভিতে খেলা দেখতে অনেক ভালোলাগতো।
Mohammed Abdul Momen
২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৬:০৭মনেপড়ে সেই ১৯৮২ সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে আমি ও আমার বন্ধুদের পছন্দের হয়ে যায় ডিয়েগো ম্যারাডোনা-তখন আমরা ছিলাম দুবাই-সাদাকালো টিভিতে খেলা দেখতে অনেক ভালোলাগতো।