× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্যামনগরে হেলথ এসোসিয়েশনে চাকরিজীবীদের কর্মবিরতি

বাংলারজমিন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার

"ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’’- এ শ্লোগানের আওতায় বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ৮টা থেকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিগণ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের শ্যামনগর উপজেলা সভাপতি মেফতাউল হক (রাজিব) ও সাধারণ সম্পাদক ভবসিন্ধু মন্ডল জানান, স্বাস্থ্য পরিদর্শক- ১১ গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শক- ১২ গ্রেড ও স্বাস্থ্য সহকারি- ১৩ গ্রেড এবং প্রশিক্ষন পরবর্তী স্বয়ংক্রিয় ভাবে ১১তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের যৌক্তিক দাবীতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করতে এ কর্মসূচি পালিত হচ্ছে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক কুদরত-ই- ইলাহী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর