× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বান্দরবানে ১৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বাংলারজমিন

বান্দরবান প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, শনিবার

 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জনগণকে ঠকিয়ে কোনো দিন কাজ করিনা। প্রতিশ্রুতি দিয়ে নয়, প্রয়োজন ও এলাকার চাহিদার দাবিতে হবে উন্নয়ন। বর্তমানে তিন পার্বত্য জেলায় ১০ হাজার কোটি টাকার অধিক উন্নয়ন কাজ চলমান রয়েছে। যে পাহাড়ে এক সময় মানুষ ভয়ে পূর্ণিমার চাঁদ দেখতো না, সেখানে আজ উন্নয়নের জোয়ার ও মানুষের নিরাপত্তা সৃষ্টি হয়েছে। গতকাল সকালে লামা উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপদ এর বাস্তবায়নে মোট ১৭টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রত্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ চত্বরে লামা উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। মন্ত্রী সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে সরকারের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানান। এ সময় মসজিদ, বৌদ্ধ বিহার, কমিউনিটি সেন্টার, স্কুল, রাস্তা, সামাজিক প্রতিষ্ঠান সহ ১৭টি উন্নয়ন প্রকল্পের প্রায় ৪৫ কোটি ৬৮ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্যমন্ত্রী। বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হতে লামা পৌরসভাকে দেয়া একটি গাড়ির চাবি হস্তান্তর করেন।  

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর