× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১১

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৮ নভেম্বর ২০২০, শনিবার

গাজীপুর মহানগরের ডাকাতি, ট্রাক চুরি ও জাল টাকা উদ্ধারের ঘটনায় নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বাসন ও কোনাবাড়ী থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ সময় দেশি অস্ত্র,  জাল টাকা ও একটি ট্রাক উদ্ধার করা হয়। জিএমপি’র উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গ্রেপ্তারকৃতদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জিএমপি’র বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি চাপাতি এবং ২টি ছোরা, ১টি লোহার রড, অনুমান ৫ গজ রশি ও ৬ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন (২২) সোহেল রানা (২৮), সুমন মিয়া (২৮) মিজানুর রহমান (২৯), শহীদুল্লাহ (২৪) ও শাহ্‌জালাল (২৪) নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। অন্যদিকে, নগরের চান্দনা ও দিঘিরচালা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার টাকার  জালনোট সহ মাজহারুল ইসলাম (২২) ও শাপলা আক্তার (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়াও গাজীপুরের কোনাবাড়ী থেকে চুরি যাওয়ার চারদিন পর সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করে যশোর থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।  চুরির সঙ্গে জড়িত থাকায় আনোয়ার হোসেন (৪৭), রিন্টু শেখ (৩২) ও হাসান (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর