× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

মানিকগঞ্জে ভোটার তালিকায় প্রার্থী যখন মৃত

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৮ নভেম্বর ২০২০, শনিবার

মানিকগঞ্জ পৌর সভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থী কবির হোসেনের ভোটার তালিকায় মৃত হিসেবে নাম অন্তর্ভুক্ত হয়েছে। মনোয়নপত্র সংগ্রহের পর তার নাম মৃত তালিকায় হওয়ায় বিপাকে পড়েছেন তিনি।  অথচ বিগত পৌরসভা ও জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন কবির হোসেন। কর্তৃপক্ষ বলছেন, দ্রুত ভোটার তালিকা সংশোধন করা হবে। কাউন্সিলর প্রার্থী মো. কবির হোসেন জানান, পৌরসভা নির্বাচনের  মতো এ বছরও মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে বুধবার মনোয়নপত্র সংগ্রহ করেন মো. কবির হোসেন। মনোনয়পত্র সংগ্রহের সময় ভোটার তালিকার একটি সিডি ক্যাসেট হাতে ধরিয়ে দেয় নির্বাচন অফিস। পরে বৃহস্পতিবার সকালে ভোটার তালিকা প্রিন্ট করে দেখেন ভোটার তালিকায় তার নাম নেই। ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। তৎক্ষণিক বিষয়টি জেলা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শেখ মো. হাবিবুর রহমান জানান, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগদ করার সময় ভুলবশত কাউন্সিলর প্রার্থী মো. কবির হোসেনকে মৃত দেখানো হয়েছে। যার ফলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে তার ভোটার তালিকা সংশোধন করা হবে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর