খেলা

ঢাকা লীগ আয়োজনে ভ্যাকসিনের অপেক্ষা

স্পের্টস রিপোর্টার

২০২০-১১-২৯

মার্চে করোনা মহামারির কারণে স্থগিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ। এরপর কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত তা আর শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শঙ্কা  দেখা দিয়েছে শেষ পর্যন্ত  এই লীগ ফের শুরু করা নিয়ে। তবে লীগ পরিচালনার দায়িত্বে থাকা সিসিডিএম এরইমধ্যে বেশ কয়েকটি উপায় চিন্তা করেছে আসরটি আবারো শুরু করতে। এর মধ্যে অন্যতম হল করোনা ভ্যাকসিন। যদি আগামী বছর শুরুতেই টিকা চলে আসে সেই ক্ষেত্রে লীগ আয়োজনে হয়তো আর সমস্যা হওয়ার কথা নয়। এ নিয়ে সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমাদের কয়েকটা অপশনস আছে। একটা হলো ঢাকার বাইরেও আয়োজন, এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি। আমরা এখনো  দেখছি  যে কি করা যায়। যদি আমরা ঢাকার ভিতরে করি এখন কিন্তু ডিফরেন্ট  হোটেল উইজ করতে হতে পারে এট দ্য সেম টাইম আর একটা বিষয় বাংলাদেশের সরকার বলছে একটি ভ্যাকসিন অতি দ্রুত আসার সম্ভাবনা রয়েছে।  সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ  চেষ্টা করবো সকল  প্লেয়ারকে ভ্যাক্সিনেট করে এবং তার সঙ্গে যারা ইনভলব আছে সবাইকে ভ্যাক্সিনেট করে  খেলাটাকে পরিচালনা করতে পারি কিনা।’  ঢাকা লীগ  ফের আয়োজনে মূল অন্তরায় ১২ দলের সুরক্ষা বলয়। এই বিষয়ে কাজী ইনাম বলেন, ‘গত মার্চে কোভিডের কারণে বন্ধ করতে হয়েছিল।  বোর্ড প্রেসিডেন্ট  যেটা বারবার বলছেন  প্লেয়ারদের সিকিউরিটির জন্য জৈব সুরক্ষা
বলয়টাকে  মেইনটেইন করা। প্রেসিডেন্টস কাপ ওডিআই টুর্নামেন্টে ছিল ৩টি দল । বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হচ্ছে ৫টা টিম নিয়ে।  দেখেন দুইটা টুর্নামেন্টেই প্লেয়ারদের এক করে বায়ো বাবল বায়ো সিকিউরিটিতে হোটেলে রাখা হয়েছে।  কিন্তু ঢাকা লীগ হবে ১২টা টিম নিয়ে। গত দুই তিন দিনেও বোর্ড  প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। আমরা অবশ্যই ঢাকা প্রিমিয়ার লীগটা করতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status