× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
২৯ নভেম্বর ২০২০, রবিবার

সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সাল ভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আগামী ৫ই ডিসেম্বর ৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শনিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে ওই পদের নিয়োগ পরীক্ষা কবে নেয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এই ৭ ব্যাংক হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২৬৪টি, জনতা ব্যাংকে ১৩৯টি, রূপালী ব্যাংকে ২১১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১১৩টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৮টি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর ৩০টি এবং কর্মসংস্থান ব্যাংকে ৬টি শূন্য পদ ছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর