× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা ভাইরাসের দায় ভারত ও বাংলাদেশের ওপর চাপাচ্ছে চীন, ভারতীয় বিজ্ঞানীদের অস্বীকার

ভারত

বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) নভেম্বর ২৯, ২০২০, রবিবার, ১২:১০ অপরাহ্ন

চীনের উহান প্রদেশ নয়,   ভারতীয় উপমহাদেশ,  আরও পরিষ্কার করে ভারত কিংবা বাংলাদেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে।   চীনের বিজ্ঞানীদের এই দাবিকে  শুধু নস্যাৎ করা নয়,  উদ্ভট মনগড়া  কাহিনী বলে বর্ণনা করেছেন ভারতীয় বিজ্ঞানীরা।  চীনের সাংহাই ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্সেস এর প্রধান  শেন  লিভিং তাঁর যে গবেষণা পত্রটি  প্রকাশ করেছেন তা সম্পূর্ণ মস্তিস্কপ্রসূত বলেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ  ভাইরোলজির  বিজ্ঞানী মুকেশ ঠাকুর।  শেন লিভিং  করোনা  ভাইরাসের কোষ বিভাজন প্রক্রিয়া বিশ্লেষণ করে জানিয়েছেন,  ভারত -  বাংলাদেশের জলবায়ু এই কোষবিভাজনের খুব উপযোগী,  তাই উহান নয় এই  দুটি দেশ থেকেই করোনা গোটা বিশ্বে ছড়িয়েছে।  কলকাতার ভাইরোলজি  বিশেষজ্ঞ ডঃ  সমুদ্র দাসগুপ্ত বলেন,  আজগুবি এই তথ্য মেনে নেয়ার কোনও প্রশ্ন নেই।  উহানের সামুদ্রিক বাজারে প্রথম প্রাণী থেকে প্রাণী এই ভাইরাস সংক্রমিত হয়।  পরে  তা প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় উহানেই।  তিনি উহানের সামুদ্রিক বাজারে বিক্রি হওয়া বাদুড় ও প্যাঙ্গোলিনের উল্লেখ করেন সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে।  ডঃ  দাসগুপ্ত বলেন,  এর আগেও চীন, ইতালি ও আমেরিকার ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল।  এবার ভারত -  বাংলাদেশ তাদের সফট টার্গেট।  উল্লেখযোগ্য,  চীনা বিজ্ঞানীরা এই তথ্য চাপিয়ে  দেয়ার চেষ্টা করছেন যে ভাইরাস এর কোষ বিভাজনের জন্যে ভারতীয় উপমহাদেশের আবহাওয়া অনুকূল,  তাই উহান নয়,  ভারত -  বাংলাদেশ থেকেই করোনার  উদ্ভব হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর