চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশে আসছেন। একদিনের সফরে নেপাল থেকে বাংলাদেশে আসবেন তিনি। এ খবর দিয়েছে নেপালি গণমাধ্যম কাঠমা-ু পোস্ট। এতে বলা হয়েছে, বর্তমানে নেপালে অবস্থান করছেন তিনি। তবে এরপরই বাংলাদেশ ও পাকিস্তানে ঝটিকা সফরের কথা রয়েছে তার। রোববার তিনি নেপালি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বসেন। দেখা করেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গেও।
গত শুক্রবার নেপাল সফর করেছিলেন ভারতীয় পররাষ্ট্র সচিত হর্ষ বর্ধন শ্রিংলা।
এরপরই দ্রুত নেপাল সফরে যান ফেঙ্গি। এখন সেখান থেকে ভারতের আরো দুই প্রতিবেশী রাষ্ট্রে যাবেন তিনি।
nasir uddin
৩০ নভেম্বর ২০২০, সোমবার, ৫:০০welcome.