× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জামালপুরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

বাংলারজমিন

জামালপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, সোমবার

 জামালপুরে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ২০শে মে বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে মোবাইল ফোন কেনা নিয়ে স্বামী মোস্তফার কথাকাটাকাটি হয়। তর্কবিতর্কের একপর্যায়ে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আশিককে ঢেঁকির সঙ্গে মাথায় আঘাত করলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় আশিকের। পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়। তদন্ত শেষে ১৪ জনের মধ্যে ৯ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান আসামি মোস্তফাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। আসামি মোস্তফা পরবর্তীতে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছে। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নাজমুল ইসলাম ও এডভোকেট কামাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর