বাংলারজমিন
পুলিশি হামলার বিচার না পাওয়ায় রাজপথে রংপুরের সাংবাদিক সমাজ
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০২০-১১-৩০
সাংবাদিকের ওপর পুলিশি হামলার ঘটনার ১১ দিনেও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি মেট্রোপলিটন পুলিশ। তাদের রহস্যজনক ভূমিকা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এদিকে সাংবাদিকের ওপর পুলিশি হামলার ঘটনায় বিচার না পেয়ে মাঠে নেমেছে সাংবাদিকরা। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ), রংপুরের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, তাজহাট প্রেস ক্লাব, মাহিগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।