বাংলাদেশ টিএন্ডটি বোর্ডের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক প্রকৌশলী এ এম শামসুল আলম একজন সৎ , সাহসী এবং পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি কোরআন তাফসির করতেন। তিনি বাংলাদেশ টিএন্ডটি বোর্ডের বহু কর্মকতা / কর্মচারী ১০০% সততার সাথে নিয়োগ দিয়ে টিএন্ডটি কে গতিশীল করেছিলেন।কোন বাধাই তার সততা এবং দক্ষতা কে রুখে দিতে পারে নি। বাংলাদেশ টিএন্ডটি বোর্ডের শত শত কর্মকর্তা তাকে শ্রদ্ধার সাথে স্বরণ করেন। পারিবারিক জীবনেও তিনি সফল মানুষ ছিলেন। তার বড় ছেলে বুয়েটে সব্বোচ্চ নাম্বার পেয়েছিলেন। য়িনি বর্তমানে আমেরিকার কোন ইউনির্ভাসিটির প্রফেসর। আমরা তার পরকালের মুক্তির জন্য দোয় করি। আল্লাহ্ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন।
Kazi
২ ডিসেম্বর ২০২০, বুধবার, ৫:০৬Innalillahi wa inna elaihi rajeun