× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলা চ্যানেল পাড়ি দিলেন পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) নভেম্বর ৩০, ২০২০, সোমবার, ৬:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন বাংলাদেশি সাঁতারু পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। তি‌নি গো‌য়েন্দা পু‌লি‌শের রমনা বিভা‌গের উপ  পু‌লিশ ক‌মিশনার হি‌সে‌বে কর্মরত র‌য়ে‌ছেন। তি‌নিই  সি‌ভিল সা‌র্ভিসে প্রথম পু‌লিশ কর্মকর্তা যি‌নি বাংলা চ‌্যা‌নেল পা‌ড়ি দেয়ার ম‌তো গৌরব অর্জন ক‌রে‌ছেন।

সোমবার সকালে পু‌লি‌শের এই কর্মকর্তা শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মি‌নি‌টে সাঁতার শুরু করেন।  সাঁতরে ১৬ কি‌লো‌মিটার দূরে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। বি‌কেল ৩ টায় ৪৮ মি‌নি‌টে তি‌নি সাঁতার শেষ ক‌রেন। এই  চ‌্যা‌নেল‌ জয় কর‌তে তার ৬ ঘন্টা সময় লে‌গেছে।

বাংলা চ‌্যা‌নেল জয়ী সাঁতারু মিশু বিশ্বাস ব‌লেন, চার মাস আগেও সাঁতার জানতাম না । কিন্তু এই  চারমা‌সে সাঁতার শি‌খে এমন এক‌টি চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌তে পার‌বো, এটা স‌ত্যিই  আমার জন‌্য গ‌র্বের । এই  অর্জন, আগামী‌তে আরো ভা‌লো কিছু কর‌তে উৎসাহ দি‌বে। জানা‌গেছে, প্রায় ৪৩ জন এই চ‌্যা‌নেল পা‌ড়ি দি‌য়ে‌ছে।

মিশু বিশ্বাস আগামীবছর তি‌নি আয়রন ম‌্যা‌নে প্রতি‌যো‌গিতায় অংশ নি‌বেন।

এই চ্যানেলের আবিষ্কারক প্রয়াত ফটোগ্রাফার কাজী হামিদুল হক। ২০০৬ সালের ১৪ জানুয়ারি ঢাকা বেজ ক্যাম্পের তিনজন সাঁতারু ফজলুল কবির, লিপটন সরকার ও সালমান সাঈদ প্রথমবার এই চ্যানেল অতিক্রম করেছিলেন। এর ধারাবাহিকতায় প্রতিবছর বাংলা চ্যানেল সাঁতার আয়োজন করা হচ্ছে।

উ‌ল্লেখ‌্য,১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক 'ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।এবারের বাংলা চ্যানেল সাঁতারের সহ-আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড। প্রধান পৃষ্ঠপোষক ফরচুন গ্রুপ, পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক। অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টুডিও ঢাকা । রেসকিউ পার্টনার ছি‌লো বাংলাদেশ কোস্ট গার্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর